• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

জাতীয়

মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে বেড়েছে ইলিশের দাম

  • ''
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক:

মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খ্যাদ্যাভাসে পরিবর্তন হওয়ার কারণে ইলিশ মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম প্রতিষ্ঠা, জাটকা সংরক্ষণ ও গবেষণা অগ্রগতি’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।

সচিব বলেন, বর্তমান সময়ে আমাদের অনেক অনুষ্ঠানে ইলিশ মাছ থাকে। আগে সেরকমটা ছিল না। এতে বোঝা যায় ইলিশের চাহিদা বেড়েছে। উৎপাদনের চাইতে চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে বেড়েছে দাম। এ করাণে ইলিশের উৎপাদন আরো যাতে বৃদ্ধি করা যায় সে জন্য ব্যপক গবেষণা প্রয়োজন। কখনো বেশি এবং কখনো কম মাছ পাওয়া এক্ষেত্রে ইলিশের মাইগ্রেশন রুট নিয়ে ও গবেষণায় করাতে হবে।

বিএফআরআই এর মহাপরিচালক ড. মো. জুলফিকার আলীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম। মূল প্রবন্ধের উপর বিশেষ আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক এবং মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রউফ। কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ুম।

কর্মশালার বক্তারা জানান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে যে, ২০২৩ সালে ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধকালীন সময়ে ইলিশের প্রজনন সফলতার হার ছিল ৫২.৪ শতাংশ। এতে করে চলতি বছর ৪০ হাজার ৫ শত ৮৫ কোটি জাটকা ইলিশের মূল জনতায় যুক্ত হয়েছে, যা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। কর্মশালায় জানানো হয়, বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন ব্যবস্থাপনা কার্যক্রম মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের ফলে দেশে বিগত এক যুগে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় ১৫ গুণ। জাতীয় মাছ ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতনতার অংশ হিসেবেই এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিএফআরআই এর বিজ্ঞানীবৃন্দ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, মৎস্যজীবি ও ইলিশ জেলে প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads